অধ্যক্ষের বাণী
উত্তরবঙ্গের প্রাচীন জনপদ পুন্ড্র নগর খ্যাত বগুড়া জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি নাজির আখতার কলেজ। বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বিষয়ে অনার্স ও স্নাতক (পাস) পঠিত হলেও কলেজ প্রাঙ্গণে প্রাণ সঞ্চারিত হয় উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র-ছাত্রীদের অধ্যাবসায় ও শিক্ষাব্রতী পদচারনায়। ১৯ বিঘা জমির উপর ১৯৬৭ খ্রি. প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি সমগ্র জেলা এবং পাশ্ববর্তী অঞ্চলের গণমানুষের শিক্ষা লাভের সুরম্য ও নির্ভরযোগ্য শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বলে পরিচিত।
মানুষের মন, মনন আর নৈতিকতার পরিপক্ক বিকাশ সাধনের জন্য প্রয়োজন সুশিক্ষার। আর যুগোপযোগী ও জ্ঞান্বেষণী শিক্ষার জন্য আবশ্যক সুশীল সমাজ অভ্যন্তরে সৃজনশীল বিদ্যাপীঠ। সরকারি নাজির আখতার কলেজ আধুনিক শিক্ষা পদ্ধতির প্রচলন পরিমিত শৃংখলা ও সময়ানুবর্তিতা প্রতিষ্ঠার মধ্যদিয়ে একটি সফল, সৃজনশীল ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জনমতে স্থান করে নিয়েছে।
সকল বিষয়ের শিক্ষকগণের সম্মিলিত আত্মপ্রত্যয়ী উদ্দ্যেগের ফলেই কলেজের সকল শ্রেণির কৃতিত্বপূর্ণ ফলাফল সমুন্নত রাখা সম্ভব হয়েছে। অভিবাদন ও প্রশংসা ব্যক্ত করছি কোমলমতি মেধাবী তারুণ্যদীপ্ত শিক্ষার্থীদের, যারা অক্লান্ত পরিশ্রমী অধ্যায়নের দ্বারা কলেজের সাফল্য সমুন্নত রেখে নিজের গৌরাবান্বিত করেছে।
ধন্যবাদ জ্ঞাপন করছি উপাধ্যক্ষ, শিক্ষক, সহকর্মী, কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের যাদের অকুন্ঠ সহযোগিতাই আমার একান্ত কাম্য। পরম করুণাময় মহান দয়ালু আল্লাহ তায়ালা আমাদের সহায় হউন।