logo govt nazir akhter college

সরকারি নাজির আখতার কলেজ

সোনাতলা, বগুড়া।

mujib
Principal

অধ্যক্ষের বাণী

উত্তরবঙ্গের প্রাচীন জনপদ পুন্ড্র নগর খ্যাত বগুড়া জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি নাজির আখতার কলেজ। বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বিষয়ে অনার্স ও স্নাতক (পাস) পঠিত হলেও কলেজ প্রাঙ্গণে প্রাণ সঞ্চারিত হয় উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র-ছাত্রীদের অধ্যাবসায় ও শিক্ষাব্রতী পদচারনায়। ১৯ বিঘা জমির উপর ১৯৬৭ খ্রি. প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি সমগ্র জেলা এবং পাশ্ববর্তী অঞ্চলের গণমানুষের শিক্ষা লাভের সুরম্য ও নির্ভরযোগ্য শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বলে পরিচিত।


মানুষের মন, মনন আর নৈতিকতার পরিপক্ক বিকাশ সাধনের জন্য প্রয়োজন সুশিক্ষার। আর যুগোপযোগী ও জ্ঞান্বেষণী শিক্ষার জন্য আবশ্যক সুশীল সমাজ অভ্যন্তরে সৃজনশীল বিদ্যাপীঠ। সরকারি নাজির আখতার কলেজ আধুনিক শিক্ষা পদ্ধতির প্রচলন পরিমিত শৃংখলা ও সময়ানুবর্তিতা প্রতিষ্ঠার মধ্যদিয়ে একটি সফল, সৃজনশীল ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জনমতে স্থান করে নিয়েছে।


সকল বিষয়ের শিক্ষকগণের সম্মিলিত আত্মপ্রত্যয়ী উদ্দ্যেগের ফলেই কলেজের সকল শ্রেণির কৃতিত্বপূর্ণ ফলাফল সমুন্নত রাখা সম্ভব হয়েছে। অভিবাদন ও প্রশংসা ব্যক্ত করছি কোমলমতি মেধাবী তারুণ্যদীপ্ত শিক্ষার্থীদের, যারা অক্লান্ত পরিশ্রমী অধ্যায়নের দ্বারা কলেজের সাফল্য সমুন্নত রেখে নিজের গৌরাবান্বিত করেছে।


ধন্যবাদ জ্ঞাপন করছি উপাধ্যক্ষ, শিক্ষক, সহকর্মী, কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের যাদের অকুন্ঠ সহযোগিতাই আমার একান্ত কাম্য। পরম করুণাময় মহান দয়ালু আল্লাহ তায়ালা আমাদের সহায় হউন।

Test notice